মিনি বাংলা সিনেমার গানের আদর অভিমান গানটি গেয়েছেন শাওনি মজুমদার। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন রণজয় ভট্টাচার্য। অয়না চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর গান। মিনি বাংলা সিনেমা পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক।
এই গানটি (আদর অভিমান) নতুন গান। আমাদের টিম এই গানটির প্রশংসা করে। আপনি কি এই গানটি পছন্দ করেন যাতে আপনি গানের কথা পড়তে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন। সমস্ত গান প্রেমীরা এই গানটি পছন্দ করে। পাঞ্জাবি, হিন্দি, ইংরেজি, ইত্যাদির মতো যেকোনো গানের লিরিক্স দেওয়ার জন্য আমাদের টিম সর্বদা আপনার সাথে।

Ador Obhiman Song Details
Song | Ador Obhiman |
Film Name | Mini |
Singer | Shaoni Mojumdar |
Music Director & Lyricist | Ranajoy Bhattacharjee |
Mixing and mastering | Debojit Sengupta |
Director | Mainak Bhaumik |
Label | Saregama Bengali |
Ador Obhiman Lyrics
তোমার কাছে রাখা আছে
আমার কিছু গান,
লাগলে বলো ফিরিয়ে দেবো
আদর অভিমান,
তোমার কাছে রাখা আছে।
রাতবিরেতের গল্প সবই
নীরব চিঠির ভিড়,
জমিয়ে রাখা তোমার ছবি
একাকী অস্থির।
এসব কথা আমার শুধু
আমার কাছেই থাক,
তোমার দিকে এ গানটুকুই
ফিরে ফিরে যাক,
দিন রাত মিলেমিশে একই হয়ে গেছে।
তোমার কাছে রাখা আছে
আমার পিছুটান,
লাগলে বলো ফিরিয়ে দেবো
আদর অভিমান,
তোমার কাছে রাখা আছে।