সোয়েটার বেঙ্গলি মুভি 2019 থেকে আদুরে দিনের গান গেয়েছেন রণজয় ভট্টাচার্য। অভিনয়ে: ইশা সাহা, সৌরভ দাস, সুদীপ্তা চক্রবর্তী, খরাজ মুখার্জি, শ্রীলেখা, জুন। বাংলা গানের কথা লিখেছেন তমোঘনা চ্যাটার্জি।
এই গানটি (আদুরে দিন) নতুন গান। আমাদের টিম এই গানটির প্রশংসা করে। আপনি কি এই গানটি পছন্দ করেন যাতে আপনি গানের কথা পড়তে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন। সমস্ত গান প্রেমীরা এই গানটি পছন্দ করে। পাঞ্জাবি, হিন্দি, ইংরেজি, ইত্যাদির মতো যেকোনো গানের লিরিক্স দেওয়ার জন্য আমাদের টিম সর্বদা আপনার সাথে।

Adure Din Song Details
Song | Adure Din |
Movie | Sweater |
Singer & Composer | Ranajoy Bhattacharjee |
Lyrics | Tamoghna Chatterjee |
Mixing and mastering | Anirban Ganguly |
Directed by | Shieladitya Moulik |
Adure Din Lyrics
তুমি হয়তো বহুদূর, তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে।
তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেস
আমার একলা জীবন মুহূর্তরা জানে..
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন,
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন।
ফিরে ফিরে আসে ঢেউ, ছায়ারাও হচ্ছে বড়ো
ঝিনুকের মতো দিন কুড়িয়ে দেখতে পারো।
এ ঘরের গভীরে, নোনা ধরা শরীরে
এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি।
এই মেঘলা মনের গান আমার বড্ডো অভিমান
তাকে ঘুম পড়াবো স্বপ্ন আসবে বলে ..
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন,
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন।
ছেঁড়া ছেঁড়া রাত-দিন, পিয়ানোর সাদা কালো
বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো।
খুব চেনা সেই সুর, ভেজা ভেজা রোদ্দুর
দুচোখে হ্যামলিন হয়ে রাত দিন খেলা করে।
কবে কোথায় এটার শেষ আমার ভাবতে লাগে বেস
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে ..
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন।
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন।