Boba Kosto | বোবা কস্ট | Samz Vai | Bangla Music Video 2022 | Eid New Song 2022
This Song (Boba Kosto – Samz Vai) Is New Punjabi Song. Our Team So Much Appreciate This Song. Do You Like This Song So You Can Read Song Lyrics And Share with Everyone. All The Songs Lovers Like This Song. Our Team All Time With You For Given Any Song Lyrics Like Punjabi, Hindi, English etc.

Boba Kosto Song Details :
Song | Boba Kosto |
Singer | Samz Vai |
Lyrics | Proshenjit Mondal |
Tune & Music | Amit Kar |
Label | Agniveena |
Director | Soumitra Ghose Emon |
সামজ ভাইয়ের কথায় বোবা কস্তো। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। বোবা কস্টের গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। অভিনয় করেছেন সুফল ও আনিকা। এই ভিডিও গানটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
Boba Kosto Lyrics
বেদনার নদীতে জল থাকে তল থাকে না,দুচোখের শ্রাবনে ঢল নামে মেঘ ডাকে না।
আমার চোখের হ্রদে আছে শুধু জল বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,আমার চোখের হ্রদে আছে শুধু জল বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে তল থাকে না,দুচোখের শ্রাবনে ঢল নামে মেঘ ডাকে না।।
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছলবোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছলবোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে তল থাকে না,দুচোখের শ্রাবনে ঢল নামে মেঘ ডাকে না।।
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর ভালোবাসার মানুষ আমার ভেঙেছে অন্তর,দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর ভালোবাসার মানুষ আমার ভেঙেছে অন্তর,ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে তল থাকে না,দুচোখের শ্রাবনে ঢল নামে মেঘ ডাকে না।।