Hariye Jao Jodi Bhire Lyrics (হারিয়ে যাও যদি ভিড়ে) Anupam Roy | Mekhla Dasgupta
চিনে বাদাম বাংলা সিনেমার অনুপম রায় এবং মেখলা দাশগুপ্তের লেখা হারিয়ে যাও জোড়া ভিরে গান। সুর করেছেন হারিয়ে যাও জোড়ি ভিরে গানের কথা লিখেছেন সৌম্য রিত। যশ দাশগুপ্ত এবং এনা সাহার গানও আছে। গানের আয়োজন ও অনুষ্ঠান পরিচালনা করেছেন রাহুল সরকার। এই বাংলা সিনেমাটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক।
এই গানটি (হারিয়ে যাও যদি ভিড়ে) নতুন গান। আমাদের টিম এই গানটির প্রশংসা করে। আপনি কি এই গানটি পছন্দ করেন যাতে আপনি গানের কথা পড়তে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন। সমস্ত গান প্রেমীরা এই গানটি পছন্দ করে। পাঞ্জাবি, হিন্দি, ইংরেজি, ইত্যাদির মতো যেকোনো গানের লিরিক্স দেওয়ার জন্য আমাদের টিম সর্বদা আপনার সাথে।

Hariye Jao Jodi Bhire Song Details
Song name | Hariye Jao Jodi Bhire |
Film Name | Cheene Baadaam |
Singer | Anupam Roy & Mekhla Dasgupta |
Music & Lyrics | Soumya Rit |
Directed by | Shieladitya Moulik |
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
রাস্তা শেষ হলে বাড়ি, তুমি
অপেক্ষা আমারই,
তোমার বালিশের কাছে
অভিমানেরা আজও বাঁচে।
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে।।
ফিরে আসা খড়কুটো
সাথে নিও ইচ্ছে হলে,
না লেখা যতো গল্পেরা
তোর দুচোখ দিচ্ছে বলে,
ভালোবাসা আটকাতে
স্মৃতির ধরনা চৌকাঠে।
দাঁড়িয়ে যেও মাঝপথে
শেষটুকু যদি নাই থাকে ..
দেরি করোনা আর প্রিয়
আমাকে সাথে নিও,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে ..