Janina Bhalolaga | Kishmish | জানিনা ভালোলাগা| Video |Dev |Rukmini |Nikhita Gandhi |Sashwat
কিশমিশ বাংলা সিনেমার গানের কথা জনিনা ভাললাগা নিখিতা গান্ধী এবং শাশ্বত সিং গেয়েছেন। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন নিলয়ন চ্যাটার্জি। দেব ও রুক্মিণী মৈত্রের গানও আছে। রাহুল মুখার্জি পরিচালিত কিশমিশ বাংলা সিনেমা।
এই গানটি (জানিনা ভালোলাগা) নতুন গান। আমাদের টিম এই গানটির প্রশংসা করে। আপনি কি এই গানটি পছন্দ করেন যাতে আপনি গানের কথা পড়তে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন। সমস্ত গান প্রেমীরা এই গানটি পছন্দ করে। পাঞ্জাবি, হিন্দি, ইংরেজি, ইত্যাদির মতো যেকোনো গানের লিরিক্স দেওয়ার জন্য আমাদের টিম সর্বদা আপনার সাথে।

Janina Bhalolaga Song Details
Song | Janina Bhalolaga |
Film Name | Kishmish |
Singers | Nikhita Gandhi & Shashwat Singh |
Song composed and written by | Nilayan Chatterjee |
Music Arrangement and Production | Soumyadeep Subhadeep |
Lyricist | Nilayan Chatterjee |
Director | Rahool Mukherjee |
Janina Bhalolaga Lyrics
জানিনা ভালোলাগা, না ভালোবাসা
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা,
বোঝানো যায় কি, আবেগ হিজিবিজি
কিভাবে তোমাকে নিজের করে রাখি,
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি।
জানিনা ভালোলাগা, না ভালোবাসা
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা ..
জেনেছি তোমারও ভালো লাগেনা যে
নিয়ন মাখা শহরে,
ফিরে যেতে পারো জানি
ঘুম ভাঙে না যে মেঘে ঢাকা পাহাড়ে।
ফ্যান্টাসি বলো, পাগলামি বলো
কিংবা বলো বোকামি ..
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি।
কখনো সখনো কোনো কমিক স্ট্রিপ এ
এঁকে ফেলি তোমাকে,
অথবা কোনো এক নীলচে আলোতে
ঢেকে ফেলি তোমাকে,
ফ্যান্টাসি বলো, পাগলামি বলো
কিংবা বোলো বোকামি।
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি।
জানিনা ভালোলাগা, না ভালোবাসা
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা,
বোঝানো যায় কি, আবেগ হিজিবিজি
কিভাবে তোমাকে নিজের করে রাখি,
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি।