Ami Ki Kore bolbo Full Song || Shovon Ganguly || Paayel || Protyay|| Barshali Chatterjee||BD Srijan
This Song (Ki Kore Bolbo Bolo – Shovon Ganguly) Is New Punjabi Song. Our Team So Much Appreciate This Song. Do You Like This Song So You Can Read Song Lyrics And Share with Everyone. All The Songs Lovers Like This Song. Our Team All Time With You For Given Any Song Lyrics Like Punjabi, Hindi, English etc.

Ki Kore Bolbo Bolo Song Details
Song Name : Ki Kore Bolbo Bolo
Fil Name : Kulpi
Singer And Composer : ShovanGanguly
Lyrics : Debdeep Mukherje
Ki Kore Bolbo Bolo Lyrics
আমি কি করে বলবো বলো আর কি করে জানাবো তাকে,আমি কি করে বলবো বলো আর কি করে জানাবো তাকে,তার পলক না পড়া গভীরতা কারো গোপনীয় হয়ে থাকে,আমি কি করে বলবো বলো।
আর যেভাবে রয়েছে আলো এতো মসৃন এতো নীল,আর যেভাবে রয়েছে আলো এতো মসৃন এতো নীল,এই মহাকাশ ধোঁয়া চোখ আমার অজান্তেই সাবলীল।
আমি কি দিয়ে বোঝাই বলো আর কি করে জানাবো তাকে,কেউ দীর্ঘশ্বাস ফেলে যায় আর কেউ ঠিকই তুলে রাখে,আমি কি করে বলবো বলোআর কি করে জানাবো তাকে।
এই আলাপের এতো তৃপ্তিকোন ভাষায় প্রকাশ হয়,আর হৃদয় বড়োই নিষ্ঠুর আর নিষ্ঠুর জলাশয়।
কোনো আখরের রঙ মিলবে না এই সমস্ত রাত দিন,যার গোটা গায়ে আঁকা রূপকথা তার ইশারায় আলাদীন।
আমি কি দিয়ে বোঝাই বলো আর কি করে জানাবো তাকে,আমি কি দিয়ে বোঝাই বলো আর কি করে জানাবো তাকে,কেউ দীর্ঘশ্বাস ফেলে যায় আর কেউ ঠিকই তুলে রাখে,আমি কি করে বলবো বলোআর কি করে জানাবো তাকে।
হোক অবাদ্ধ আজ তাই সই আমি রাজি মেনে নিতে হার,আমি চাইবোই আজ মিটুক তোমার জোনাকির আবদার।
সব ইতস্ততাই বারবার খোঁজে স্ফুলিঙ্গ অঞ্চল,আর যতদূর তার বিস্তার তুমি তাতে ঢেলে দিয়ো জল।
থাক বুকের ভেতরে নদী চলো উড়ে যাই এক ঝাঁকে,থাক বুকের ভেতরে নদী চলো উড়ে যাই এক ঝাঁকে,কোনো ফোয়ারার মতো অস্থির হয়ে চাইবোই তোমাকে। আমি কি করে বলবো বলো ?আর কি করে জানাবো তাকে ?